...

5 views

বিদায় রথ
বিদায় রথ

দেখে গেলাম যাবার বেলায়,
নিষ্প্রাণ দেহে সাজালে আমায়
হৃদয় হতে ফুলের মালায়
তুলে দিলে বিদায় রথে।

কণ্ঠ যেন রুদ্ধ হলো,
গাইলে গান করুন স্বরে
স্মৃতির ওপারে রইবে তীরে,
ছন্দ ছাড়া আমার তরী,
যখন সন্ধ্যা ঘনায় সিন্ধূপারে।

যাত্রা শেষে পায়ের ধ্বনি বাজে
ফুলের মালা এখনও রয়েছে
তবু এত অশ্রুধারা বহে
বিদায় খনে, রেখো মনে
স্মৃতির কোণে একটু আমারে
আনন্দে এই জীবনস্রোতে।
-------------------------
দেবব্রত দেব
© Debabrata Deb