রহস্য
কোন গল্পে কত্ত ঝুল পড়ে,
কোন চরিত্র কত্ত ভুল করে?
কোন ধাঁধা কি ফাঁদ পাতে,
কে কোথায় ছক কষে?
কোন হাওয়ায় কোন রহস্য খোলে,
কোন রাতের হাওয়া, শিষ দিয়ে কি বলে?
কে খেলে রোজ নতুন খেলা,
কে দাঁড়িয়ে দেখে শেষ বেলা?
কে গল্প লেখে রোজ,
কার কলম আর কে করে ভোগ?
কোন বইয়ে থাকে কিসের আঁধার,
কোন পাতায় আছে জ্যোৎস্নার আহার?
কে পিছুটান কে ছাড়তে পারেনা,
কিসের আলো আর কে নেভাতে জানেনা?
কার কাদা, আর কে কলঙ্ক...
কোন চরিত্র কত্ত ভুল করে?
কোন ধাঁধা কি ফাঁদ পাতে,
কে কোথায় ছক কষে?
কোন হাওয়ায় কোন রহস্য খোলে,
কোন রাতের হাওয়া, শিষ দিয়ে কি বলে?
কে খেলে রোজ নতুন খেলা,
কে দাঁড়িয়ে দেখে শেষ বেলা?
কে গল্প লেখে রোজ,
কার কলম আর কে করে ভোগ?
কোন বইয়ে থাকে কিসের আঁধার,
কোন পাতায় আছে জ্যোৎস্নার আহার?
কে পিছুটান কে ছাড়তে পারেনা,
কিসের আলো আর কে নেভাতে জানেনা?
কার কাদা, আর কে কলঙ্ক...