...

9 views

শহর।
তোমাদের একটা গল্প শোনাই
একটা শহরের গল্প

ওই শহরটা, ঠিক শহর নয়
একটা অনুভূতি, যেখানে নিজেকে হারিয়ে আবার নতুন করে খুঁজে পাওয়া যায়।
যেখানে রাত হলেই শহরটা কেমন জেগে ওঠে।
অনুভব করেছো
সেই সূর্যোদয় হলে রাস্তার পাশে থমকে থাকা চায়ের দোকানটা জমজমাট হয়ে যায়।
মাটির ভাঁড়ের চা আর বাতাসে আনন্দের উল্লাস দেখে, এই শহরের চঞ্চলতা উপছে পড়ে
একদিন সেই রাসবিহারীর ট্রাফিক সিগন্যালে একটি মেয়ে বসেছিল
তাকে দেখে মনে হলো সে কারোর খোঁজে নিজেকে হারিয়েছে,
অজান্তেই মেয়েটিকে আপন মনে হলো
মনে হলো বহু বছর ধরে পরিচয়।
এমন কি কখনও হয়?
কলকাতা শহরে হয়
প্রত্যেকটি মানুষ আপন মনে হয়, জানো তো কেন?
কারণ কলকাতা শহর নয়,, অনুভূতি এক আকাশ।

#kolkata #kolkatacity #loveforkolkata #bengalipoetry #bengali