...

3 views

ধুলোমাখা স্মৃতির পাতা
ধুলোমাখা স্মৃতির পাতা

ধুলো জমেছে, শেল্ফের কোণে,
আমার শরীর জুড়ে আঁকা সময়ের রেখা,
পাঠকের হাতের স্পর্শের অভাব,
অনেকদিন ধরে আমি ছিলাম একা।

মনে পড়ে, সেই দিনগুলো,
যখন ছিলাম আমি আলোয় ভরা,
পড়ার জন্য উন্মুখ ছিল সবাই,
প্রতিটি পৃষ্ঠা ছিল জীবন্ত ধারা।

প্রথম পাঠক, প্রথম স্পর্শ,
আদরে আমাকে পড়েছিল একজোড়া চোখ,
শব্দগুলোয় তারা খুঁজেছিল অর্থ,
আমার ভেতরেই ছিলো তাদের সুখ।

কিন্তু আজ আমি শুধুই স্মৃতি,
লুকিয়ে আছি ধুলোমাখা অন্ধকারে,
কেউ আর খোলে না আমার পাতা,
কেউ আর খুঁজে না আমায় সবার মাঝে।

ধুলো জমেছে আমার মলাটে,
স্মৃতি যেন মরচে পড়া সোনার মতো,
প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ,
আজ শুধুই যেন স্মৃতির ছায়া।

আমার বুকের ভেতর জমে আছে কাহিনী,
যা বলা হয়নি কখনও শেষ,
পাঠকের হাতে উঠতে চাই আমি,
আবার অনুভব করতে চাই তাদের স্নেহ।

আমার পৃষ্ঠা জুড়ে লেখা প্রেম,
দুঃখ, হাসি, আর কষ্টের গল্প,
আবার শুনতে চাই সেই হাসির শব্দ,
আবার ফিরে পেতে চাই সেই দিনের রোদ্দুর।

তুমি কি শুনবে আমার ডাকে?
তুমি কি পড়বে আমাকে আবার?
আমি অপেক্ষায় আছি তোমার,
যেন অন্ধকারে আলো খুঁজে পাই আবার।

আমার ভেতরেই রয়েছে জীবন,
আমার পৃষ্ঠা জুড়ে ছড়িয়ে আছে আশা,
তুমি কি দেবে আমায় সেই সুযোগ,
আবার ফিরে পেতে সেই উষ্ণতা?

ধুলো ঝেড়ে দাও আমায়,
নিয়ে নাও আলোর পথে,
আমি আছি তোমার জন্য অপেক্ষায়,
আবার জীবন পাবো তোমার হাতে।

আমার পৃষ্ঠা খুলে দাও আবার,
পড়ো আমায়, নিয়ে যাও স্বপ্নের দেশে,
আমি হবো তোমার সাথী,
তোমার মনের গভীরতম আশা নিয়ে।

জানতে চাই আমি তোমার কথা,
তোমার জীবনের গল্প,
আমার ভেতরে রেখে দাও আমায়,
হৃদয়ের গভীরে রাখবো তোমার স্পর্শ।

এবার সময় এসেছে ফিরে আসার,
আবার জীবন পেতে,
তোমার হাতে, তোমার মনে,
আমার ধুলোমাখা পৃষ্ঠাগুলো জেগে উঠবে।
© Indrani Palit Karmakar