...

6 views

টুপটাপ বৃষ্টি
আজ আকাশের কান্না দেখে কোন এক উদাস দুপুরে,
চেয়ে থাকি জানালার ওপারে বৃষ্টির ছন্দে মন মিশে যায় বাহিরে,
আকাশে মেঘ ঘন কালো চারদিকে অন্ধকার বাতাস বহে মৃদু মৃদু,
বর্ষাদিনের খেলা শুরু এই খেলা চলে সারাদিন সারাটি রাত ভোর,
বৃষ্টি বাদল বর্ষা দিনে ভিজে যাওয়া মন
কত কথা কত স্মৃতি,
চাইছে দুটি মন দূরত্ব আর একাকীত্ব বৃষ্টির সাথে করে বারণ,
ঘুড়ি ওরে রং বেরংয়ের বৃষ্টি পড়লেই শেষ ছোট শিশুরা আনন্দ নেয় বেশ,
বর্ষা মাসের হাজার গল্প নানু দাদুদের মুখে লক্ষী সোনা চুপ থেকো না,
বৃষ্টিতে আজ ভেজো বা তোমায় বৃষ্টি ভিজিয়ে দিল,
বর্ষার দিনে আম কুড়ানোর ছলে পাড়া বেড়ানো হতো,
কত না স্মৃতি মনে পড়ে যায় আম কুড়ানো নিয়ে,
বর্ষায় ঘরে বসে গান শোনা আর জানালা গলে বৃষ্টি দেখা এই ছিল যে মজা,
মায়ের হাতের খিচুড়ি খেতাম বৃষ্টির দিনে,
স্কুল কলেজ অফিস আদালত খুলত না আর সেদিন,
বর্ষাদিনের মজা তুমি কতখানি জানো আমার বর্ষা হাজার দিনে রোমান্টিক আরো।