...

6 views

টুপটাপ বৃষ্টি
আজ আকাশের কান্না দেখে কোন এক উদাস দুপুরে,
চেয়ে থাকি জানালার ওপারে বৃষ্টির ছন্দে মন মিশে যায় বাহিরে,
আকাশে মেঘ ঘন কালো চারদিকে অন্ধকার বাতাস বহে মৃদু মৃদু,
বর্ষাদিনের খেলা শুরু এই খেলা চলে সারাদিন সারাটি রাত ভোর,
বৃষ্টি বাদল বর্ষা দিনে ভিজে যাওয়া মন
কত কথা কত স্মৃতি,
চাইছে দুটি মন দূরত্ব আর একাকীত্ব বৃষ্টির সাথে করে বারণ,...