...

4 views

স্পৃহা
স্পৃহা

যাকে তুমি বেসেছ ভালো
সেতো তোমায় বাসেনি,
না জানা থাক এই কথা।
যে পথের পথিক তুমি
আছে অনেক বাঁধা-
যেমনি গোলাপে আছে কাঁটা।
শুধু মানিয়ে নিও
তোমার সুপ্ত ব্যাথা,
তোমার না বলা ভালোবাসা,
যদি সে আসে
কোনোদিন এই পথে,
রেখে যেয়ো
স্মৃতির প্রতীক করে
গোলাপের একটি পাতা।
দেবব্রত দেব*


© Debabrata Deb