...

7 views

না-ফেরা পরী
লুকায়েছে কেহ, পৃথিবীর কোন্ সবুজ দ্বীপের 'পরে–
মিয়ে আসা বাদামি আন্দিজে হলুদ ছটার ভিতরে;
কোনো জলবিভাজিকা, প্রস্তরাদি বাধা দেয়নি যে তারে !
পরিণামে শুধু সাপ-সিঁড়ি খেলে চন্দ্রবিন্দু অস্তের আঁধারে,
ছটফটে ইঁদুরের মতো খুঁজে নিতে চাই কারে, যেন কীসের স্বাধিকারে –
তবু বনানীর নিশ্চিদ্র পাড়ে, আসে নাই কেহ কুণ্ঠিত শিউলির সরোবরে !
কিংবা আসিয়াছিল হয়তো – অজন্তার রঙমশালের কলেবরে,
যা কিনা এ অর্বাচীন হতে মেঘতঞ্চিত নক্ষত্রের চাইতেও ঢের দূরে !
রয়েছে কেবল শালিকের ঝাঁক নন্দনকাননে নিসর্গের স্বরে।
ভুলিয়াছি তারে, মনে তবু পড়ে আলফানসোর আদিম আষাঢ়ে ;
পৃথিবীর ঘরে শতাব্দী ঘুরে একবারই হেরি যারে,
সে কি আর কভু নিরবধি হতে ফিরিয়া আসিতে পারে ?


© soumik299