...

16 views

রং…
আকাশ-এর গা'য়ে হারিয়ে যাচ্ছে রং
রং আজ দেখি বড়ই ঘোলাটে;
ঘোলাটে-সমাজ, উড়িয়ে দিছহে ধোঁয়া
ধোঁয়া উড়ে যায় শিল্পায়ানের মলাটে
মলাটে! শুধুই প্রতিশ্রুতির খেলা,
খেলা-ই জীবন, ভুলে থাকার নেশা;
নেশা আমার - শিরায় শিরায় রক্ত -
রক্ত - মাংস বেচা কেনাই পেশা।
পেশা-র নীতি পাল্টে যাচ্ছে মিনিটে;
মিনিটে হাজার আই-ফোনে ওঠে ছবি -
ছবি-তে কোনো উলঙ্গ পথ শিশু
শিশু-র রং-টা তুলে ধরে কোনো কবি।
কবি-র কলম বড়ই বেয়াদব।
বেয়াদব - সব শব্দ বনে জাল;
জাল-এ ধরা পড়ে আধ-ঘুম ভাঙ্গা বিবেক,-
বিবেক-এর দাঁতে জ্বলজ্বলে হবে - কাল।
কাল-কে একটা নতুন সূর্য উঠুক,
উঠুক আবার বিপ্লব মাথা তুলে।
তুলে নেব হাতে বদলে দেওয়ার স্লোগান
স্লোগান উঠবে আমরা ওরা ভুলে।
ভুলে যাবে সবে - অস্ত্র রাঙানো হাত।
হাত ভরা রবে - রক্তিম লাল পলাশ
পলাশ-এর রঙে প্রতিবাদ সুর বোনে;
বোনে ক্যানভাসে - স্বপ্ন, ঘোলাটে আকাশ।

© জিপ্`সি
৬ই জানুয়ারী ২০২০