প্রথম চিঠি
হে নারী,
তোমাকে প্রথম দেখেছি
শরতের এই পড়ন্ত বিকালে
সেই অজানা পথের মাঝে
হে নারী,
তোমার সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে
তোমার রুপ, তোমার চোখ,তোমার চুল
সবই পাগল করেছে আমাকে
হে নারী,
তোমার মায়াবতী চেহারা
তোমার মুখের হাসি
আমাকে ফেলছে তোমার মায়ায়
হে নারী,
থাকবা আমার কাছে?
যত্নে রাখব তোমারে
হারাতে দিবনা তোমার হাসি
হে নারী,
তোমায় নিয়ে দেখতে যাব
শরতের পড়ন্ত বিকালের অপরুপ দৃশ
যাব আরোও নদীর পাড়ে
© story and poem
তোমাকে প্রথম দেখেছি
শরতের এই পড়ন্ত বিকালে
সেই অজানা পথের মাঝে
হে নারী,
তোমার সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে
তোমার রুপ, তোমার চোখ,তোমার চুল
সবই পাগল করেছে আমাকে
হে নারী,
তোমার মায়াবতী চেহারা
তোমার মুখের হাসি
আমাকে ফেলছে তোমার মায়ায়
হে নারী,
থাকবা আমার কাছে?
যত্নে রাখব তোমারে
হারাতে দিবনা তোমার হাসি
হে নারী,
তোমায় নিয়ে দেখতে যাব
শরতের পড়ন্ত বিকালের অপরুপ দৃশ
যাব আরোও নদীর পাড়ে
© story and poem