সাজা
শাস্তি
অপরাধীর মনে ভয়,
শাস্তি তার শেষ আশ্রয়,
অন্যায়ের পথ ছেড়ে,
ফিরে সে সোজা পথে।
শাস্তি আসে নীরবে,
তাই পাওনা দেখতে প্রথমে
ছায়ার মতো সঙ্গী হয়ে,
প্রতিটি ভুলের পিছু পিছু।
বিচারকের রায়ে শাস্তি আসে,
ন্যায়ের প্রদীপ তখন জ্বলে,
অন্যায়ের আঁধার দূর করে,
আলোর পথ দেখিয়ে।
শাস্তি মানে নয় শুধুই ব্যথা,
এও এক ধরনের শিক্ষা ব্যাবস্থা।
যে ভুল করে, সে...
অপরাধীর মনে ভয়,
শাস্তি তার শেষ আশ্রয়,
অন্যায়ের পথ ছেড়ে,
ফিরে সে সোজা পথে।
শাস্তি আসে নীরবে,
তাই পাওনা দেখতে প্রথমে
ছায়ার মতো সঙ্গী হয়ে,
প্রতিটি ভুলের পিছু পিছু।
বিচারকের রায়ে শাস্তি আসে,
ন্যায়ের প্রদীপ তখন জ্বলে,
অন্যায়ের আঁধার দূর করে,
আলোর পথ দেখিয়ে।
শাস্তি মানে নয় শুধুই ব্যথা,
এও এক ধরনের শিক্ষা ব্যাবস্থা।
যে ভুল করে, সে...