সাজা
শাস্তি
অপরাধীর মনে ভয়,
শাস্তি তার শেষ আশ্রয়,
অন্যায়ের পথ ছেড়ে,
ফিরে সে সোজা পথে।
শাস্তি আসে নীরবে,
তাই পাওনা দেখতে প্রথমে
ছায়ার মতো সঙ্গী হয়ে,
প্রতিটি ভুলের পিছু পিছু।
বিচারকের রায়ে শাস্তি আসে,
ন্যায়ের প্রদীপ তখন জ্বলে,
অন্যায়ের আঁধার দূর করে,
আলোর পথ দেখিয়ে।
শাস্তি মানে নয় শুধুই ব্যথা,
এও এক ধরনের শিক্ষা ব্যাবস্থা।
যে ভুল করে, সে যেন শিখে,
জীবনের মূল্য মানবতার সুরে।
শাস্তি যদি না থাকত,
তবে অন্যায়ের জয় হতো,
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত,
যত অশান্তির দাবদাহ।
শাস্তির সাথে থাকে ন্যায়,
তাই হয় মানবতার জয়,
যে শাস্তিকে শিক্ষা মানে,
ফিরে পায় সে জীবনের মানে ।
শাস্তি শুধু বন্দি করে না,
দেখায় মুক্তির পথ,
অন্যায়ের জাল কেটে,
শেখায় চলতে সঠিক পথ।
প্রতিটি শাস্তি শেষে আসে,
সংগে নতুন সূচনা নিয়ে,
শিক্ষার আলো জ্বেলে,
আছে যত গ্লানি মুছে।
শাস্তি হোক জীবনের অংশ,
ন্যায়ের শক্তি রক্ষক,
শিক্ষার পথ প্রদর্শক,
মানবতার পবিত্র বংশ।
✍️আইয়ুব খাঁন
০৭/০৭/২০২৪
© All Rights Reserved
অপরাধীর মনে ভয়,
শাস্তি তার শেষ আশ্রয়,
অন্যায়ের পথ ছেড়ে,
ফিরে সে সোজা পথে।
শাস্তি আসে নীরবে,
তাই পাওনা দেখতে প্রথমে
ছায়ার মতো সঙ্গী হয়ে,
প্রতিটি ভুলের পিছু পিছু।
বিচারকের রায়ে শাস্তি আসে,
ন্যায়ের প্রদীপ তখন জ্বলে,
অন্যায়ের আঁধার দূর করে,
আলোর পথ দেখিয়ে।
শাস্তি মানে নয় শুধুই ব্যথা,
এও এক ধরনের শিক্ষা ব্যাবস্থা।
যে ভুল করে, সে যেন শিখে,
জীবনের মূল্য মানবতার সুরে।
শাস্তি যদি না থাকত,
তবে অন্যায়ের জয় হতো,
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত,
যত অশান্তির দাবদাহ।
শাস্তির সাথে থাকে ন্যায়,
তাই হয় মানবতার জয়,
যে শাস্তিকে শিক্ষা মানে,
ফিরে পায় সে জীবনের মানে ।
শাস্তি শুধু বন্দি করে না,
দেখায় মুক্তির পথ,
অন্যায়ের জাল কেটে,
শেখায় চলতে সঠিক পথ।
প্রতিটি শাস্তি শেষে আসে,
সংগে নতুন সূচনা নিয়ে,
শিক্ষার আলো জ্বেলে,
আছে যত গ্লানি মুছে।
শাস্তি হোক জীবনের অংশ,
ন্যায়ের শক্তি রক্ষক,
শিক্ষার পথ প্রদর্শক,
মানবতার পবিত্র বংশ।
✍️আইয়ুব খাঁন
০৭/০৭/২০২৪
© All Rights Reserved