...

10 views

চেতনা
আমার সকাল সন্ধ্যায়
আছো তুমি,অন্তরে চেতনায়-
হৃদয় মাঝারে,
আমার সব সাধনায়
নিত্য প্রার্থনায়,
তুমি আছো বক্ষস্থলে।।
তোমারে প্রণমি সূচি হই আমি--
চুর্ণ করে আমার দম্ভ, যদি একটু জায়গা দাও চরণ তলে।
রবে না কোনো অভিমান, এ জীবনে
যদি তুমি বরন করে নাও আমারে
তোমারই সঙ্গীতে,
মুখরিত করো জীবন স্পন্দনে।।
দেবব্রত দেব
© Debabrata Deb