চলার পথের সাথী
ওগো চলার পথের সাথী গো,
সাথেই যেন থাকি আমরা জীবন জুড়ে মাতি গো।
দুঃখ যতই থাক না মনে ছাড়বো না এই হাত।
জীবন পথের লক্ষ্যে থেকে করবো বাজিমাত;
সকল আশা পূর্ণ হবে জানবে মনে খাঁটি গো।
বন্ধু বিয়োগ মনকে নাড়ায় কষ্ট সবার মনে,
সৃষ্টি সুধায় রাখবো ধরে সবার মনোবনে;
চলার পথের সঙ্গী হব রাখবো শিরে মাটি গো।
জানি জীবন তুচ্ছ এখন শক্তি রেখো বলে,
নয়তো জীবন বদলে যাবে থাকবে না কেউ পলে।
কালের দশায় মরছে মানুষ, সবাই পরম জ্যোতি গো।
সাথেই যেন থাকি আমরা জীবন জুড়ে মাতি গো।
দুঃখ যতই থাক না মনে ছাড়বো না এই হাত।
জীবন পথের লক্ষ্যে থেকে করবো বাজিমাত;
সকল আশা পূর্ণ হবে জানবে মনে খাঁটি গো।
বন্ধু বিয়োগ মনকে নাড়ায় কষ্ট সবার মনে,
সৃষ্টি সুধায় রাখবো ধরে সবার মনোবনে;
চলার পথের সঙ্গী হব রাখবো শিরে মাটি গো।
জানি জীবন তুচ্ছ এখন শক্তি রেখো বলে,
নয়তো জীবন বদলে যাবে থাকবে না কেউ পলে।
কালের দশায় মরছে মানুষ, সবাই পরম জ্যোতি গো।