চলার পথের সাথী
ওগো চলার পথের সাথী গো,
সাথেই যেন থাকি আমরা জীবন জুড়ে মাতি গো।
দুঃখ যতই থাক না মনে ছাড়বো না এই হাত।
জীবন পথের লক্ষ্যে থেকে করবো বাজিমাত;
সকল আশা পূর্ণ হবে জানবে...
সাথেই যেন থাকি আমরা জীবন জুড়ে মাতি গো।
দুঃখ যতই থাক না মনে ছাড়বো না এই হাত।
জীবন পথের লক্ষ্যে থেকে করবো বাজিমাত;
সকল আশা পূর্ণ হবে জানবে...