...

1 views

অভিশপ্ত প্রথা
অভিশপ্ত প্রথা
সতীদাহ নামক নির্মম প্রথার
হইয়াছে অবসান।
জগৎ নিচ্ছে শান্তির শ্বাস
নারীরা পাচ্ছে মান।
তবু অকপটে আজ ও রহিয়াছে
পন প্রথা নামক নিন্দীত অভিজান।
চিতার অনলে না পুড়ায়ে সতীরে
পুড়াইছে লালসা নলে।
দিবা নিশি আজ ছিঁড়িছে তাদের
সভ্য সমাজের অসভ্য বর্বরেরা মিলে।
ভুলে গেছে ওরা জনম ওদের
এই নারীরি জঠর হতে।
ধরণীর বুকে অনেক ভূমিকা রহিয়াছে
আজ তাদের।
কোথাও সাজিয়া জননী সে যে
দিয়েছে জনম ওদের ,
ভগিনী সাজিয়া বা৺ধিয়াছে সে যে হস্তে রাখি ওদের।

অন্ন পূর্ণ সাজিয়া অন্ন
দানিছে দিবা নিশি।
সাজিয়া জায়া নিভাইছে তারা
কামনার আগুন খানি।
তবু আজ ও হায়
নিজ লালসার আগুনে
পুড়াইছে ওরা নারী।