...

5 views

অলসতার আত্মকথা
গেলাম আমি চলে
পৃথিবীর মায়া ভুলে
পূর্ণ জীবন পেয়ে
গেলাম শুধু খেয়ে
রাখিনি কেনো গতানুগতিক
গীত, কাব্যের গতিক
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?

মানুষের কোলাহল পাই।
সেথায় বিরাজমান নাই
নাই কোনো মিছিলে
নাই কোনো মাজলিসে
মানুষের সমাগম ছেড়ে
পলায়ন করেছি ধীরে
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?

দীর্ঘ জীবন শেষে
চিরো ঘুমে ভাবি বসে
করিনি এমন কাজ
স্বরণের শীর্ষে আজ
রাখবে কী ধরে?
সদলবলের সভায় মোরে!
নিজে না-করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?

ধরিনি সত্যের কলম
ভাবিনি রাত্রি নির্ঘুম
করিনি কাব্য কাহিনিবিস্তার,
রচিত রচনা মহত্তের
সদা অন্ন যোগাতে
কেটেছে রাত্রি, দুপুর প্রভাতে।।

করিনি মিছিলে অবতার
লাগেনি বীরত্বের তীর
হয়নি শহীদ বীর

মরণপণ যুদ্ধে গিয়ে
জয়ের আনন্দ নিয়ে
করিনি বিজয়ের উল্লাস।
এমন কর্মে ছিলাম তল্লাশ।

তবে ইচ্ছে কেন এই অমরত্ব।
লিখিনি কাব্য, সত্যবাণী করিনি বীরত্ব।।

অলসতার মহৎ এই কর্মে
জায়গা হয়নি কোনো মানব ধর্মে।।