...

5 views

ফিরে কী পাওয়া যায়, অবহেলায় হারিয়েছি যাকে?
  পাখি সব ঘরে ফেরে
          সারাদিনের ব্যাস্ততা সেরে।

  মিটিয়ে দিয়ে প্রাণের গান
           ভুলে গিয়ে সব মান-অভিমান।

   হায়! বেলাশেষে হলো যে দিবসাবসান।

       ফেলে আসা যে সময়
             এখনো হাত নেড়ে ডাকে।

        ফিরে কী পাওয়া যায়?
               অবহেলায় হারিয়েছি যাকে।
 
         ঝরে যাওয়া পাতা বলে
               সময় তো শুধুই বয়ে চলে।
            লোক থেকে লোকান্তরে
            দিক থেকে দিগন্তে,
             দিন থেকে দিবসাবসানে॥
© All Rights Reserved