...

2 views

চিরকালীন
চিরকালীন
শ্রী রাজু গরাই ৩রা অক্টোবর ২০২৪

শূন্যশ্মশান মাঝে একাকী দাঁড়ায়ে
দেখেছি, মুগ্ধ নয়ানে
গন্তব্য ছিল প্রেম দিয়ে ঢাকা
শ্রীচরণে, সংসারধূলিজাল বড্ড দুর্বল ধরার প্রাণে।
ভুলিলে যা, সে কথা তো ছিল না জন্মে
তবে কিসের লাগি গুনকীর্তন প্রজন্মে প্রজন্মে!

উন্মুখ ভালোবাসার স্পর্শ সমাচ্ছন্ন
প্রতিটি কণা, তাই তো সে পরিপূর্ণ, ধন্য ধন্য।
বুঝি হৃদয় পরাণ এত সুমধুর
বাতাস সুগন্ধ বহে আপনি, দূর বহুদূর ---
কতক বছর কতক মাস ব্যয়, দিবস নয় উজ্জ্বল
চিরকালীন সত্য ইন্দ্রয়সংযম, প্রার্থনা নয়নের জল।

ধুপ হতে অরণ্যছায় বসিলে বুঝিবে অন্তরমাঝে
সৃষ্টির আশীর্বাদ অসীম, হৃদয়ে হৃদয়ে বিরাজে।
ভাঙতে পারেনি বৎস ভূতলে বন্ধন, তার মুগ্ধনয়ান
ভুলিল শ্রীচরণকমল, প্রত্যাশায় দুখ ভেলকির গান।

বয়সের ভার, একাকীত্ব উত্তাপ ব্যাকুলতা
রহিল গৃহকোণে অভুক্ত, স্মরণে জাগিল ব্যথা
অন্তিমকাল আগতে পৌঁছিল কায়া, প্রাণের আরতি
শ্মশানমাঝে একাকী, কে কার, অভিযোগ কার প্রতি।

© কলমে...শ্রী রাজু গরাই
##WritcoQuote #writco #writerRajuGarai #poem #nature #true #philosophy #letter