মাছের মতো জীবন চাই
একটা মাছের মত জীবন চাই,
আমার চোখের জল গোপন হয়ে যাবে সহজেই ।
সহজেই গোপন করতে পারবো জীবন।
মৃত মাছের চোখে আমি কখনো কান্না দেখি না।
দেখি স্বপ্ন ময় গভীরতা।
যেনো যাচ্ছে হেসে, কাউকে ভালোবেসে।
যদিও আমারো কাউকে ভালো বাসা হলো না।
হতে পারলাম কারো গোপন যন্ত্রণা।
কত লিখে কবিতা,
কাছের মানুষে হতে পারলাম না...
আমার চোখের জল গোপন হয়ে যাবে সহজেই ।
সহজেই গোপন করতে পারবো জীবন।
মৃত মাছের চোখে আমি কখনো কান্না দেখি না।
দেখি স্বপ্ন ময় গভীরতা।
যেনো যাচ্ছে হেসে, কাউকে ভালোবেসে।
যদিও আমারো কাউকে ভালো বাসা হলো না।
হতে পারলাম কারো গোপন যন্ত্রণা।
কত লিখে কবিতা,
কাছের মানুষে হতে পারলাম না...