...

10 views

মৃত্যুঞ্জয়ী
জীবনেরো গান গাহেগো যেজন
মৃত্যুরো ভয় কেমনে ডরায় তারে,
অন্তরে যারি প্রানবায়ু সাজি
কন্টক জ্বালা মিলায় পদতলে।
হৃদয় যেথায় তরুলতা সম
মরিয়া মরিয়া উঠিবে বাঁচিয়া,
গাহিবে সেজন পাখিরো গুজন
নব নব সাজে উঠিবে সাজিয়া।
দিগন্ত ঘুরিয়া দেখহে চাহিয়া
বিজয় শঙ্খ উঠিছে বাজিয়া,
বহ্নিরো শিখা জ্বলিছে হাঁসিয়া
আলোয় আলোয় উঠিছে ভূবনভরিয়া।
চলো সবে আজ গাহি জয়গান
ধুয়ে ফেলি সব কলুষিত প্রান।
দুঃখের দিন হবে অবসান
মৃত্যুঞ্জয়ী ধ্বজা ওড়াক নিশান।
🙏🏼
- রাতুল চন্দ্র ঘোড়ুই।
১৯ শে আষাঢ়, ১৪২৭