অনুরণন
একটি অপ্রবহমান নদী,
একটি শিষহীন পর্বত ,
একটি মৃত মহীরুহ ,
একটি লক্ষ্য শুন্য পথ,
এই সবকটির মতোই তাৎপর্যহীন
বোধহয় আমি তোমার কাছে।
পাখি যেমন গাছের বুকে বাসা বাঁধে
শুষ্ক মাটি যেমন বৃষ্টির সুখে...
একটি শিষহীন পর্বত ,
একটি মৃত মহীরুহ ,
একটি লক্ষ্য শুন্য পথ,
এই সবকটির মতোই তাৎপর্যহীন
বোধহয় আমি তোমার কাছে।
পাখি যেমন গাছের বুকে বাসা বাঁধে
শুষ্ক মাটি যেমন বৃষ্টির সুখে...