...

3 views

সাবধান সাহেব
আমরা বাঙালি বাংলা মোদের মা।
এই বাংলার বুকে জন্ম নিয়ে ধন্য যে আমরা।
এই মাটিতে হাসি খেলি
এই মাটিতেই কাঁদি।
এই মাটিকে ভালো বেসে জীবন দিতেও রাজি।
তোমরা সাহেব নিন্দে কর
আমরা বাঙালি বলে
তবু চির টা কাল রইলে তোমরা
আমাদের বাংলা দখল করে।
গায়ের জোরে অত্যাচার করলে তোমরা কত।
বিনা অপরাধে নির্মম ভাবে
মানুষ মরলে শত শত।
এ দেশ মোদের, এ মাটি। মোদের
এ বাংলা মোদের মা।
তোমরা বিদেশি ক্ষমতার জোরে
দখল করলে তা।
তোমার সাহেব ভেবে ছিলে
ক্ষমতার আর বুদ্ধি দিয়ে
বাঙালিকে তোমরা সারাটা জীবন
রাখবে পায়ের নিচে।
দুর বল বাঙালি ভেবে মোদের
তোমরা যখনি করবে অত্যাচার
তখনি এই বাংলার বুকে জন্ম নেবে
হাজার হাজার বাঘা যতীন আর তরুণ খুদি রাম।
আসবে ফিরে মাতঙ্গিনী পতাকা লয়ে হাতে ‌
মাষ্টারদা সূর্যসেন ও ফিরবে পিছে পিছে।
বাঁশের কেল্লা তৈরি করতে তিতুমীর ও
আসবেন ফিরে।
গান্ধিজি ও আসবেন ফিরে
বঙ্গ ভঙ্গের তরে।
আজাদ হিন্দু বাহিনী গড়তে নেতাজী ও আসবেন ফিরে।
© jayentimondal