...

4 views

স্বপ্নের ঘর
স্বপ্নের ঘর
যদি এমন একটা ঘর হত
যেথা থাকতোনা কারো ঘর ।
থাকতো শুধুই বনস্পতি
আর পাখির কলরব।
যেখানে বাতাস করবে খেলা
ঢেউ এসে তীরের বুকে
আছড়ে পড়বে দুই বেলা।
ঝড়না তাহার মনের সুখে
পড়বে ঝড়ে পাহাড় হতে
আপন মনে মিশতো গিয়ে
সাগর নদীর বুকে।
সকাল বেলা সোনার রবি
জানালা দিয়ে ঢুকে
ছুঁইয়ে আমার সোনার কাঠি
ঘুম ভাঙাবে এসে।
বাতাস সে তার মনের সুখে
যুই মালতির গন্ধ মেখে
চুপি চুপি বলবে এসে
আমার কানে কানে।
প্রভাত হল ওঠনা এবে
ওরে সোনা মেয়ে।
যদি এমন একটা ঘর হত
যেথা থাকতো না কারো ঘর ।
না থাকতো কোন আপন সজন
না থাকতো কোন পর।
থাকতো শুধুই ভাল বাসায় গড়া
ছোট্ট একটি ঘর।
© jayentimondal