...

19 views

ঝড়
ভীষণ ঝড়ে প্রলয় মাতন,
ভাঙলো সুখের ঘর,
বুকের মধ্যে লাগলো কাঁপন,
হারিয়ে যাবার ভয়।
এক পলকেই বদলে গেলো
চেনা মুখের ছবি
আঁধার এসে ঘিরলো ধরে
ডুবলো আলোর রবি।