...

2 views

পড়ুন নগর কবি

বৃহত্তর নগরী, অগণিত নাগরিক
বিশাল দালান আর কর্মব্যস্ত নারী পুরুষ।
এখানে সবুজের দেখা মেলে কম।কারো বাড়ির ছাদে কিছু বৃক্ষ মাঝে মাঝে উকি দেয়,তখন একটু সবুজের ছোয়া পাওয়া যায়,
তবু বুক ভরে নিঃশ্বাস নেয়া যায় না
রাজপথে বড় বড় গাড়ির জট
কিছু অসচেতন ব্যক্তি অহরহ পরছে গাড়ি চাপা।
দুর্ঘটনা ঘটলে হয় সড়ক অবরোধ।
রাজপথ হয়ে ওঠে উত্তাল,
কাউকে ভুল পথে গাড়ি চালানোয় গুণতে হচ্ছে জরিমানা।
রঙ বেরঙের শহরের পথের ধারে সময় অসময় হয়ে ওঠে ধূলোময়।
কখনও কালো ধোয়ায় বিভিষিকাময়।
তখন নগর কবির চোখে নীল আকাশ রঙিন নগরী সাদাকালো মনে হয়।


© সাদিয়া তাবাসসুম