...

5 views

জীবনার্থ
আমি নিজেকে পেয়েছি আপন করে
দেখেছি জগতটাকে চোখের বাহিরে,
মনের দুয়ার খুলেছি আলোর সন্ধানে
রাখিনি অন্ধকারে নিজেকে কোন বন্ধনে
বুকে টেনে নিয়েছি আনন্দে আলিঙ্গনে।
আলোর জ্যোতি যতই দেখি বাহিরে
আঁখিমেলে, তবু মন মানে না অন্তরে,
আলোর ছোঁয়ায় মজে মন তার সন্ধানে।
ক্ষণিকে মোহের পরশে সব ঝরে পড়ে
অবুঝ মন যে মিছে উতলা নির্গুণ মোহে,
যা আছে মন প্রাণ ঢেলে দিব তোমারে।
উজ্জ্বল দিনের আলোয় রাতের আঁধারে
এই ভুবনে অকারণে কেন খুঁজি বাহিরে,
নাটক চলছে চলবে এই অশান্ত জীবনে
যা কিছু আমি আমার সব কিছু তোমার
মেলা শেষে দিতে হবে তোমারে আবার
© Debabrata Deb