অপেক্ষা
চারিদিকে নিঃস্তব্ধ, কোন সাড়া নেই।
তারই মাঝে একা এই আমি,
চেয়ে আছি ঐ দুর আকাশপানে।
শুধুই অপেক্ষা,
যদি বৃষ্টি নামে।
চাঁদের আলোয় ছেয়ে গেছে আকাশের একপাশ,
অন্যপাশে তার ঘনঘন বিদ্যুতের চমকানি।
এরই মাঝে একা দাঁড়িয়ে, ...
তারই মাঝে একা এই আমি,
চেয়ে আছি ঐ দুর আকাশপানে।
শুধুই অপেক্ষা,
যদি বৃষ্টি নামে।
চাঁদের আলোয় ছেয়ে গেছে আকাশের একপাশ,
অন্যপাশে তার ঘনঘন বিদ্যুতের চমকানি।
এরই মাঝে একা দাঁড়িয়ে, ...