...

13 views

অদৃশ্য পরজীবী
আজ পৃথিবী থমকে গেছে সময়ের কাঁটা আর ঘোরে না,
কল কারখানা ব্যস্ত মানুষটা আর ব্যস্ত হয় না,
চারপাশে শুধু অসুস্থ ধুস্ত রোগে কাতর মানুষের ভিড়ে,
খুঁজে পাই প্রিয় মুখগুলো রে কেন এমন হলো,
এক অদৃশ্য পরজীবী এসেছে পৃথিবীতে করোনা নাম নিয়ে,
এই পরজীবীর কাছে হার মানবো না আমি তুমি কেউ না,
তবে চলো প্রতিহত করি প্রতিরোধ করি আমাদের অদৃশ্য শত্রু কে,
আজ প্রতিটি মানুষ কাঁদে ভালো মানুষগুলো আর ভালো নেই রে,
বিজ্ঞানীরা বলেছে অনেক দেরি হবে এই পরজীবী কে ধ্বংস করতে,
আমি বলি চল রুখে দেই এই ঘাতককে বন্ধ করে দেই এই যন্ত্রণাকে,
এস সাবান দিয়ে হাত পরিষ্কার করি মুখোশ ব্যবহার করি প্রতিহত করি দানব কে,
আবার খুলবে স্কুল কলেজ আড্ডা সেমিনার ব্যস্ত হবে চেনা শহর,
সুস্থ হবে পৃথিবী ভালোবাসা ফিরে আসবে ধরণীর বুকে,
এখন সময় বড়ই কঠিন দায়িত্ব অনেক বেশি হয়ে গেছে,
রয়ে গেছে অদৃশ্য পরজীবী অদৃশ্য ঘাতকের রূপে,
আমি ভালবাসি পৃথিবী কে পৃথিবীর মানুষকে তাই বলে যাই বারবার,
স্রষ্টার সৃষ্টি হয়ে সৃষ্টির সেরা দেখাও
চলো বিজ্ঞান রুখে দেই এই করোনা কে,
আমার আশায় রয়ে গেছে কবে ভালোবাসার পৃথিবীতে ভালোবাসা ফিরে আসবে,
ধূসর পৃথিবী সবুজ হবে তোমার আমার সব ইচ্ছা আর ইচ্ছা হয়ে থাকবে না,
চলো বদলে দেই অসুস্থ পৃথিবী কে মানুষকে বাঁচতে শিখায়,
মানুষকে ভালোবেসে মানুষকে রক্ষা করে,
অদৃশ্য পরজীবী কে চ্যালেঞ্জ ছুড়ে বিধাতার শক্তিতে বাধিত হয়ে,
ঘরে বসে থাকবো নিয়মকানুন মানবো
ভালোবাসবো ভালোবাসাকে,
জীবনকে ভালোবেসে প্রাণ কে রক্ষা করব,
যখন সময় হবে নতুন সূর্য উদয় হবে পৃথিবী ফিরে পাবে প্রাণ,
আমি তুমি আমরা ফিরবো সবাই সেই প্রাণের চত্বরে,
আজ সময় এসেছে করোনা কে না বলতে,
না করোনা তুমি চলে যাও তুমি আর ফিরবে না,
আমি তোমাকে ফিরতে দিব না যে করে হোক আমি আছি তাদের দলে,
একদিন দেখবে পৃথিবী ফিরবে তার নতুন রূপে,
যেটুকু সময় যেটুকু ক্ষয় এই মহামারী করে যাবে,
তা পূরণ করব কথা দিলাম আমি তোমাকে পৃথিবী তুমি থমকে থেকোনা,
আগামীর বিজয় আমাদেরই হবে নতুন বিশ্বাসে আলোকিত হবো,
পৃথিবী বদলে দেবো আমরা সবাই মিলে,
গুডবাই করোনা নো টাইম ফর ইওর ড্রামা,
করোনা কি করব বিদায় চিরতরে কেউ মনে রাখবে না এই ঘাতককে,
অসুস্থ হতে দেব না কাউকে রাখবো সুস্থ নিজেকে,
ধিক্কার তোকে অদৃশ্য পরজীবী করোনা
তুই হবি বিমর্ষ অকেজো একদিন ঠিকই রে,
শয়তানের খেলা শেষ করে দিব বাঁচবে মানুষ বাঁচবে আশা প্রাণ পাবে ভালোবাসা,
আমি ভালোবাসি সুন্দর পৃথিবী কে।