...

0 views

মৌ এর কথা
গুন , গুন , গুন
কে এলোরে
মৌচাকের ই পাশে
হাওয়ায় হাওয়ায় উড়ছে
তারা সবুজ , সবুজ ঘাসে।
গুন , গুন ,গুন
কে করে রে?
কে রে তারা ভাই
ভোঁও ভোঁও ভোঁও
করছে তারা
মৌ এর কথা শুনতে পাই।
মৌচাকে তে বাসা তাদের
মৌমাছিদের দল
মধু নিয়ে আসছে তারা
চল রে সবাই চল।
রাগী তারা বড্ড ভারী
ধরলে মৌ এর চাক
একসাথে যে আসবে তেড়ে
মৌ এরা ঝাঁক ঝাঁক
ফুটিয়ে দিবে হুল
যারা যারা ধরল মৌচাক
করবে না আর ভুল।