...

3 views

কবিতা: পয়লা বৈশাখ (1431)
কবিতা: পয়লা বৈশাখ (1431)

এসেছে আবার পয়লা বৈশাখ
বাঙালীর ঘরে আজ
চৌদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ
আপন খেয়ালের মহারাজ।

বরণ করি বা না করি
তারে করবে হরণ কাল ,
আমায় সে দেক বা না দেক কিছু
24 ঘন্টা নিশ্চয় দিবে যেমন দিচ্ছে এতকাল।

তবে তার আছে প্রকাশ ছাড়াও অনেক কিছু
যা সে তোমার জানা বুঝার অবকাশ,
নতুন সূর্য ‌বছর শুরুর, নতুনের উন্মাদনা,
মনে 25শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর উচ্ছ্বাস ।

তার পর নিশ্চিত আনবে সঙ্গে
ঝড় গুটিকয় সরাতে জঞ্জাল
ইহকালে যেকদিন এই তো মহান কাজ
তারপর কে পারে এড়াতে নিজের ই পরকাল?

**KRN**
14.04.2024.R (Ist Boisakh 1431)
Writco: 14.04.2024
বিদ্র: বাঙলা পাঠকদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।