...

1 views

গীতার মাহাত্ম্য:

সনাতন ধর্মে সমস্ত ধর্ম গ্রন্থের সারসংক্ষেপ হল গীতা ।
যেই পুস্তকের বাণী পালনে হৃদয়ে আগমন হয় মমতা।
গীতা শব্দের অর্থ হল ত্যাগ।
গীতা হল সমস্ত ধর্মের সারসংক্ষেপ।
যা পাঠ করলে আমাদের অন্তরে হবে না চিন্তার বিক্ষেপ
এই গ্রন্থ পড়লে হয় না মনের বিচ্যুতি।
এই গ্রন্থ মানে না কোন বিজ্ঞানের যুক্তি।
এই গ্রন্থ উপলব্ধি করলে মন থেকে কুঅভ্যস হয় বর্জন।
এই গ্রন্থ পড়লে ব্রাহ্মস্থিতির কৌশল হয় অর্জন।
এই গ্রন্থে আছে মোট অষ্টাদশ যোগ।
সেই সমস্ত যোগাভ্যাস করলে ইচ্ছে হয় না করতে সংসার ভোগ।
সুতরাং কারোর হাতছাড়া করা উচিত নয় গীতা পাঠ করার সুযোগ।
যদি বুঝতে পারা যায় গীতার সারমর্ম;
আর পড়ার প্রয়োজন হয় না অন্য সমস্ত ধর্ম।
তখন ত্যাগ হয় সকাম কর্ম এবং গ্রহণ হয় ঈশ্বরের প্রতি নিস্কাম কর্ম।
© Arka Samanta