...

2 views

ফাগুন
ফাগুন এসেছে বনে বনে
ফাগুন এসেছে সবার মন
ফাগুন এসেছে আয়,
বসন্তকে বরণ করতে
ফাগুন যে ছুটে যায়।
ফাগুন এসেছে ফুলের সুভাসে
ফাগুন এসেছে পাখির সুরে
ভেসে যায় সাদা মেঘ
নীল আকাশে বহুদূরে।
সবার চোখে ফাগুনের রং
মিষ্টি মধুর গান,
রঙ্গিন পরে সাজছে সবাই
চারিদিকে উত্থান পাথান,
কিশোরীদের খোপায় বাঁধা
রঙ্গিন রঙ্গিন ফুল
সুভাস দিয়ে ছড়িয়ে আছে
ঘন কালো ছবি।
আনন্দেতে মুখরিত
উল্লাসিত মন,
এক বুক ভালোবাসায়
করবে বসন্ত বরণ।