...

25 views

বিধ্বস্ত সময়ের আর্তনাদ
অনির্বাণ ভাবে চলছে এই সভ্যতার চাকা
অমৃতের পুত্রের বুদ্ধিবলে মালিকের গরিমায় যে আজ ঢাকা!

প্রতিনিয়ত চলছে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই,
মানুষ হয়ে অক্লেশে করব শ্রেষ্ঠজীবের বড়াই ।

আমাদেরই অবাধ্যতায় মালিক হন ক্ষুন্ন
গর্জে বলেন,সমস্ত চাওয়া হবে না তোদের কখনো পূর্ণ...
যা পেয়েছিস তাতে কি তোদের হবেনা আশা পূর্ণ।

তাইতো আমাদের অস্ত্রে আমাদেরকেই দিল ধারণা,
করলেন গৃহবন্দি ভয়ংকর মহামারীতে নাম যার করোনা।

মালিকের এই কিস্তিমাত চালে, কুপোকাত শ্রেষ্ঠ জীব!
হাসাহাসি, টিপ্পনী কাটছে দলিত অন্যজীব।

হে দয়াময়!! এই ক্ষমা অযোগ্য প্রাণীকে করো ক্ষমা,
তুমি যাও, রেখে যাও শুধু ভয় এর নমুনা।

অভাবের দেশে প্রতিকারহীন কৃষক-শ্রমিকের বেড়েই চলেছে ঋণ।
শোধ দেবো দাও শুধু হাতে হাত...
উঠিয়ে রব তাদের, "চাই শুধু খেতে ভাত" "চাই শুধু খেতে ভাত"!!!


_সায়ন মজুমদার