কবিতা
......বৃষ্টি.....
Md.Sabbir Hossen
থমথমে নিরব সময়...
কাটতে যেন চায় না.
ঘাম ঝরে টুপটুপ ক্লান্ত দেহ...... অস্থির মনটাকে শান্ত করাই বড় হয়ে দাঁড়ায়...
এমন সময় উত্তাল হাওয়ায় ছুঁয়ে যায় মনটা.....
দেহটাও যেন পেয়ে যাই সোনার কাঠি আর রুপো কাঠের ছোঁয়া.......
জীবনটা মনে হয় সার্থক....
কিছুক্ষণ চলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার খেলা.....
ততক্ষনে সারা আকাশটা হয়ে যায় মেঘাচ্ছন্ন.....
তখন আর থমথমে সময় কাটেনা....
মেঘের গর্জনে ভরপুর হয়ে ওঠে পরিবেশ.....
পৃথিবীটা মনে হয় যেন এক আজব আওয়াজ এর কারখানা....
আকাশের দিকে তাকালেই প্রচন্ড আলোকরশ্মির ঝলক লাগে আমাদের চোখে......
অবশেষে অঝোরে পড়তে থাকে বৃষ্টির ফোটা.......
যেন মনে হয় উপর থেকে কেউ একজন ঠেলে দিচ্ছে এই বৃষ্টির ফোঁটা আর বলতেছে ফটো দাও নতুন প্রজন্মকে.....
এই সব মিলিয়ে আরেকটু বাঁচতে আনন্দ পায় জীবনটা......
Md.Sabbir Hossen
থমথমে নিরব সময়...
কাটতে যেন চায় না.
ঘাম ঝরে টুপটুপ ক্লান্ত দেহ...... অস্থির মনটাকে শান্ত করাই বড় হয়ে দাঁড়ায়...
এমন সময় উত্তাল হাওয়ায় ছুঁয়ে যায় মনটা.....
দেহটাও যেন পেয়ে যাই সোনার কাঠি আর রুপো কাঠের ছোঁয়া.......
জীবনটা মনে হয় সার্থক....
কিছুক্ষণ চলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার খেলা.....
ততক্ষনে সারা আকাশটা হয়ে যায় মেঘাচ্ছন্ন.....
তখন আর থমথমে সময় কাটেনা....
মেঘের গর্জনে ভরপুর হয়ে ওঠে পরিবেশ.....
পৃথিবীটা মনে হয় যেন এক আজব আওয়াজ এর কারখানা....
আকাশের দিকে তাকালেই প্রচন্ড আলোকরশ্মির ঝলক লাগে আমাদের চোখে......
অবশেষে অঝোরে পড়তে থাকে বৃষ্টির ফোটা.......
যেন মনে হয় উপর থেকে কেউ একজন ঠেলে দিচ্ছে এই বৃষ্টির ফোঁটা আর বলতেছে ফটো দাও নতুন প্রজন্মকে.....
এই সব মিলিয়ে আরেকটু বাঁচতে আনন্দ পায় জীবনটা......