...

7 views

আকাঙ্খা
আকাঙ্খা
শ্যামা মা তোমার চরণ দুখান
দাও না মাগো তুমি।
যতন করে বক্ষ মাঝে জড়ায়ে রাখবো আমি।
যেমন করে বক্ষে জড়ায়ে রেখেছে শুল পানি।
মাগো যেমন করে ভোলানাথ
তোমার চরণ তলে ।
নিশ্চিন্তে আছেন শুয়ে সব কিছু ভুলে।
তেমন করে সব কিছু মা
ভুলতে যে চাই আমি।
দাওনা মাগো শ্যামা তোমার রাঙা চরণ খানি।
যতন করে বক্ষ মাঝে
জড়ায়ে রাখবো আমি।
জবা যদি পায় গো চরণ
আমার কি ভুল আছে ?
কেন তবে নিশনে ডেকে
আমাকে তোর কাছে?
আমি যদি জবা হোতাম মা
যেতাম ঠাকুর ঘরে
পাপি বলে কি জবার মালা
পরতে না তুমি গলে?
© jayentimondal