...

2 views

সমাধি-পরিধি:

যদি সংকুচিত হয় কামনা বাসনার পরিধি।
তবেই সাধকদের লাভ হয় সমাধি।
যদি নিস্তেজ হয় কামনা-বাসনার তরঙ্গ।
তবেই হওয়া যায় ঈশ্বরের অন্তরঙ্গ।
তখন পরিত্যাগ হয় অসৎ ও কামিনী সঙ্গ।
যদি করা যায় অহংকার ভঙ্গ।
তখনই পরিত্যাগ হবে সংসার।
যখন বুঝবে জগতে সব কিছুই অসার।
যখন করবে ব্রহ্ম সুধা সাগরে স্রান।
তখন প্রাপ্তি হবে সব কিছু হতে পরিত্রাণ।
তখন হরি প্রেম দ্বারা পূর্ণ হবে তোমার পরাণ।
তবুও মোদের অন্তঃকরণে লোভ হিংসা ও বিদ্বেষের ঢেউ উঠছে অনবরত।
তাই মোদের ভোগবিলাসিতার নেই কোন সমাপ্ত।
© Arka Samanta