...

4 views

কমল দিঘী
ওই যে দূরে বাঁশ বাগানের পারে কমল দিঘীতে
কতগুলি পদ্ম ফুল ফোটে আছে
নানান রংয়ে।
সেগুলো দেখে যে মনটি আমার মেতে ওঠে
কমল দিঘীর পাড়ে তাহার জল এতো সান্ত
সেখানে গেলে যেন
মনটি হয় আমার রঙ্গিন।
তাইতো আমি কোথাও গেলে শুধু ,
তাহার কথাই ভাবি।
যখন আমি রাতে করে ঘুমাই তখনই যে ,
কমল দিঘী স্বপ্নে যেন ।
তাহার পদ্ম ফুল গুলি কে
তুলতে ডাকে আমায়।
যখন থেকে জন্ম আমার তখন থেকে যে ,
মিলন আমার তাহারি কাছে
তাইতো আমি বসে বসে ভাবি ।
কী করে যে তাকে ভুলি।।

#Devid দেবীলাল রায়