...

3 views

সুরের ঝংঙ্কার

ভালোবাসার গানে নাইবা হলো
ভরা মনের সাদা পাতা,
মনের গোপনে যত্নে থাক লুকানো
না.... বলা যত কথা।

হুলুদ খামে নাইবা এলো
ঠিকানাহীন উড়োচিঠি,
আমার হৃদয় কাননে তুমি রঙিন ফুল
আবার অকালে ঝড়ে পড়া বনবীথি।

আজও সেই ভুলে যাওয়া গানের সুর
হৃদয় বীণায় ওঠে বেজে,
যখন মন হারিয়ে যায়
তোমার কথার আবেশে।

চোখের সামনে ভেসে ওঠে তোমার
লজ্জা রাঙানো লাল টুকটুকে মুখ,
ঠোঁটের কোনে ছড়ানো আলতো হাসি
তার মাঝেই আছে আমার মনের সুখ।

ফেরারী মন ডানা মেলে উড়ে যায়
অচিন কোনো দেশে তোমার নাম এঁকে,
নীল আকাশের বুকে সাদা মেঘের ওপর তোমার নাম উজ্জল হয়ে ওঠে ভেসে।

সূর্য হাসি মুখে বলে কানে কানে
ভুলে যাওয়া সেই গান,
বাতাসে ছড়িয়ে পড়ে সেই সুমধুর সুর,
পাখির কুহু কুহু সুরে ভরে ওঠে প্রান।

মনের দক্ষিন দুয়ার খুলে
মন ময়ূরি পেখম মেলে ধরে হরষে,
হৃদয় বীনা তোলে নতুন সুরের ঝংঙ্কার,
মন ভিজে যায় প্রেমের তীব্র বরষে।

✍শিপ্রা চক্রবর্তী


© shipra chakraborty2021