...

2 views

২০২৩-এ চিঠি? (৩)
স্পন্দনের হাতে ধরা দিলো
তার কাব্য অনুরাধার চিঠি....
কাব্য এখন আলো বোঝে
তবে তার হৃদয় লেগে আছে
আজও স্পন্দনের স্পর্শ
তাই আজ হঠাৎ করে
আবার এলো চিঠি
যার মাঝে লেগে আছে
স্পন্দনের হাতের ছোঁয়া
তার গায়ের গন্ধ আর
তার কলমের শ্যামা
লেখা সেই চিঠির ভাঁজে.........

প্রিয় কাব্য
ভালো আছো?
আমি আছি ভালো তোমায় ভেবে
আর আজ দেখো
সেই তো তোমার ঠিকানায়
আমি ঠিকানাহীন
স্পন্দন হয়েই রয়ে গেলাম!
কাব্য দ্যাখো কিরকম ভাবে
যেন সময় খরচ হয়ে গেলো
আর আমাদের কথা...