...

4 views

একটি জলকণার অনুভুতি
#ফোঁটাযাত্রা
বাষ্প যখন আকাশে উঠে এলো মেঘের দেশে,
জলের কণার মতো রইলো সেখানে ভেসে।এ তার নতুন পৃথিবী,নতুন পরিবার,
সব জলকণা মিলে হল একাকার।
চলেছে ভেসে মেঘ মরুর পথেতে,
বুকে ভয় জলকণার বিচ্ছেদ হবে শেষে।অবশেষে পেল মরু, বুকে ধরাস ধরাস,
আছড়ে পড়বে আলাদা হয়ে হবেই সর্বনাশ।অবশেষে নামলো সে যখন ভেঙে গিয়ে মেঘ,
মনের সব দ্বিধা ভেঙে গেল যেই পেল বেগ। চিন্তাহীন -মুক্ত হৃদয়,বৃষ্টি হয়ে ঝরে যায়,
আনন্দে ভরে যায় মন পৃথিবীর বুকে এসে।একে একে জলখানা সব, মুহূর্তে মিলে যায়,
সব দুঃখ ঘুচে যায় দেখো আরেকটি পরিবারে মিশে।
© All Rights Reserved