...

9 views

অনুতাপ
অনেক কথা বলার ছিল তোমায়
অনেক জোনাকিদের মন খারাপ
আমার আকাশ জুড়ে ব্যথার ধুমকেতু
মৃত শহরে না বলা কথার অনুতাপ।

পাহাড় কে অবহেলে নদী-
যখন ঐ সাগরের নীলে ঘুমায়
তখন এক আলোকবর্ষ হেঁটে
অনেক কথা বলার ছিল তোমায়।।

অনেক স্বপ্ন দেখার ছিল আরো
অনেক পাতায় সবুজ অস্থায়ী
আমার মন-নগরী নির্জন এক লহমায়
তুলে রাখা স্বপ্নেরা উদ্বায়ী।

আমার রাতের অবসাদে-
যখন তুমি মরীচিকা হয়ে ঝরো
তখন সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলে
অনেক স্বপ্ন দেখার ছিল আরো।।
© তমাল