...

3 views

আরেক দিগন্ত
আপনি দেখিয়ে গেছেন
আরেক দিগন্ত জীবনের
জীবনের এক গহিন তরজমা
কেন ফুল ফোটে
কেন পাখীরা উড়ায় ছানা
কেন নক্ষত্র ছড়ায় আগুন
কেন গ্যালাক্সির পরিভ্রমণ
আর কেন আমি নীড় বাঁধি
কেন ঘুরিয়া বেড়াই
সুখের সন্ধানে
যাতনার দুর্লংগ বৃত্তের ভেতর।

ওরা বলে ছিল
জীবন কিছু নয়
কোটি কোটি আলোকবর্ষ
ভিজিয়েবল ইউনিভার্স
মাল্টিভার্স , ফুল, পাতা
নক্ষত্র,পতংগ আর আমি
আমার সব আয়োজন
প্রকৃতির খামখেয়ালিপনা
সব অর্থহীন সমাপতন।

ওরা এখনো বলে
আমি ছিলাম ওড়াং ওটাং
সেই আদিম প্রাইমেট
এখন লেজ কশে গেছে আমার
সরিসৃপ হয়ে, গিরগিটি হয়ে
আমি এক বিবর্তীত জানোয়ার।

হ্যাঁ হ্যাঁ
ওরা জানোয়ার করতে চেয়েছিল আমায়
খুনখারাবি, যৌনতা, বিভৎসতা
আমার সহজাত বৃত্তি বলে শিখিয়েছিল
আমার সব প্রেরনা, প্রেষনা অর্থহীন,
উপলক্ষ হীন বলে শিখিয়েছিল
যেন আমি মূক হয়ে যাই,
যেন আমি অথর্ব বধির হয়ে থাকি,
নারীর বে আব্রো আস্ফালন দেখে।

চোর বাটপার মুখুশধারীদের
আখের গোছানো দেখে
লম্পটের অশ্লীল ভিডিও দেখে
রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে দেখে
আমি যেন কিছুই না বলি।

কিন্ত আপনার কথায়
আমি মানুষ হয়ে গেছি
জেনে গেছি আমার তাৎপর্য
আমার আছেন রোপকার
আমার আছে জবাবদিহিতা
এই বিশ্ব সংগঠনে আমি
অনাকাঙ্ক্ষিত কিছু নই
আমি আমার স্রষ্টার তরে
অতপর যা আছে বিশ্ব চরাচরে
সব আমারই মনোরঞ্জন হেতু।।
© Akbar husen2