...

5 views

শুভ নববর্ষ

আজ হাওয়ায় হাওয়ায়
নব জীবনের খেলা।
পাতায় পাতায় কুঞ্জে কুঞ্জে
নবপল্লবে সবুজে শস্য শ্যামলা।
দেশে দেশে নববর্ষে,
আশার আলোয় সজ্জা।
মুখরিত জনে জনে,
গানে গানে আহবানে
এই ভুবনে-
পূরবাসি দেয় করতালি হরষে
লুটায়ে হৈ উল্লাসে
আজ আনন্দের মেলা,
হাওয়ায় হাওয়ায় নব জীবনের খেলা।
দেবব্রত দেব
© Debabrata Deb