...

16 views

অচিন তারা
ঘন কালো-এ আকাশ মোড়া,
খসলো কেবল একটি তারা;
এক দৌড়ে দিগন্ত করি পার…

অন্য একটা নাম রাখবো,
তোমরা যাকে 'উল্কা' বলো;
এই তারাটা কেবল মাত্র আমার।

আকাশ যখন আলোয় মাতে,
কবির ভাষায় 'অরুণ প্রাতে' -
এক বাক্স আঁধার রাখবো তুলে;

আমার প্রিয় অন্ধ ঘরে -
ওই চিলেকোঠার 'পরে,
সেই তারাটার গন্ধ মাখবো চুলে।

সারা দুপুর কৌতূহলে;
আমার তারা গল্প বলে,
তাদের নাকি অচিন দ্বীপে দেশ…

আঁধার নামে ঝিঁঝির রবে,
সে জানালে, - যেতে হবে,
এই মুলাকাত, আজ এখানেই শেষ।

দেখতে দেখতে হারিয়ে গেলো -
যেখান থেকে এসেছিল,
আমিও তারে ডাকিনি পিছু আর…

সেদিন থেকে তিমির রাতে -
আমি বসে অপেক্ষাতে,
সেই তারাটা, যদি খসে আবার…

চিঠি লিখে ডাকি যদি!
ডাক-পিয়ন তিস্তা নদী;
লিখতে গিয়েও থমকে ফিরি শেষে…

ইচ্ছে ডোবে বাস্তবতা-এ -
আনকোরা সব কাব্য পাতায়,
নামখানি তার রাখা হয়নি যে… 🤦🏻‍♂️

© জিপ্`সি
৩১শে মে, ২০২০