...

1 views

জীবন তরী
(আমার)
জীবনতরী ভাসিয়ে দিলাম দুঃখের সাগরে ,
অভাব-জ্বালায় ডুবে মরি পড়েই ফাঁপরে।

হাল ভেঙেছি কলোরোলে,
জীবন খুঁজে পাবো বলে ;
(আমি) ঢেউ গুণে যাই মনের ভুলে লবন সায়রে।

দোল খেয়ে যাই ঢেউয়ের দোলায়,
জীবনতরীর নৌকা ভেলায় ;
সাগর-প্রেমের...