জীবন তরী
(আমার)
জীবনতরী ভাসিয়ে দিলাম দুঃখের সাগরে ,
অভাব-জ্বালায় ডুবে মরি পড়েই ফাঁপরে।
হাল ভেঙেছি কলোরোলে,
জীবন খুঁজে পাবো বলে ;
(আমি) ঢেউ গুণে যাই মনের ভুলে লবন সায়রে।
দোল খেয়ে যাই ঢেউয়ের দোলায়,
জীবনতরীর নৌকা ভেলায় ;
সাগর-প্রেমের মিলনমেলায় স্বপ্ন খুঁজি রে।
হার মেনে যাই প্রলয় এলে,
ঝড়- তুফান ও বন্যা হলে;
ভগ্ন যে হয় সাধের তরী প্রলয় বাসরে।
অবিরত বিধির পীড়ণ,
চলতে থাকা ক্ষণেকজীবন;
বারেবারেই থমকে যে যায় কেমন বিচারে!
পাখির জীবন গাছে পালায় ,
সন্ধ্যে হলে আপন কুলায়;
চারিদিকের বিপদ যেন জীবন কাড়ে রে।
আয়লা হলো আম্ফান হলো ,
ইয়াসের ঐ তাণ্ডব এলো;
সব ভাসিয়ে নিয়ে গেল, জীবন হাপরে।
আমার জীবন
জীবনতরী ভাসিয়ে দিলাম দুঃখের সাগরে ,
অভাব-জ্বালায় ডুবে মরি পড়েই ফাঁপরে।
হাল ভেঙেছি কলোরোলে,
জীবন খুঁজে পাবো বলে ;
(আমি) ঢেউ গুণে যাই মনের ভুলে লবন সায়রে।
দোল খেয়ে যাই ঢেউয়ের দোলায়,
জীবনতরীর নৌকা ভেলায় ;
সাগর-প্রেমের মিলনমেলায় স্বপ্ন খুঁজি রে।
হার মেনে যাই প্রলয় এলে,
ঝড়- তুফান ও বন্যা হলে;
ভগ্ন যে হয় সাধের তরী প্রলয় বাসরে।
অবিরত বিধির পীড়ণ,
চলতে থাকা ক্ষণেকজীবন;
বারেবারেই থমকে যে যায় কেমন বিচারে!
পাখির জীবন গাছে পালায় ,
সন্ধ্যে হলে আপন কুলায়;
চারিদিকের বিপদ যেন জীবন কাড়ে রে।
আয়লা হলো আম্ফান হলো ,
ইয়াসের ঐ তাণ্ডব এলো;
সব ভাসিয়ে নিয়ে গেল, জীবন হাপরে।
আমার জীবন