...

1 views

সেবা
করো সেবা চিরন্তন সুন্দর আর ভালোবাসাকে রূপ দিতে।

কাল ধরে থাকে মুহূর্তের আঁচল, প্রাচীন উৎসের দুপাত্তা।

অন্তিমে সর্ব নাশ হয় যেন কর্ম বৃথা, অর্থহীন দিনের পঞ্জিকা।

তবু ভালোবাসার ইতিহাস থাকে স্মৃতির সীমানা হয়ে।

ভালোবাসার ঢেউ মনে হয় ভাটায় অদৃশ্যে বিনষ্ট,

তথাপি জোয়ার ফের আসে জীবনকে ভাসিয়ে দিতে।


© Sanjib Basu