...

17 views

আমার মেঘ বালিকার জন্য
মেঘ বালিকা তোমার তরে
লিখব গল্প নতুন করে,
কল্পনাতে রঙিন তুলির টান;
থাকবে না তাতে ঢাল-তলোয়ার,
রাজায় রাজায় যুদ্ধ হওয়ার,
যাবেনা সেথায় উলুখাগড়ার প্রাণ।
বন্ধু, সেথায় অস্ত্র ভাণ্ড,
শান্ত হয়েছে সিরিয়া কান্ড-
রিফিউজিরা আবার ফিরছে দেশে।
রাষ্ট্রনেতারা হয়েছে ক্লান্ত
যুদ্ধ করে পরিশ্রান্ত,
জীবনের গান আবার আসছে ভেসে।
চড়ছে না সেথা আগুন পারদ
হাওয়ার গন্ধে নেই যে বারুদ,
ফুসফুস ভরে শ্বাস নেয় আমাজন।
সব দাবানল হয়ে গেছে ম্লান
ডাক দিয়ে যায় নদীর উজান,
তোমার ঠিকানা সিঁদুরে ঈশান কোণ।
কাঞ্চনকে ছুঁয়ে আসো রোজ
রোদ দিয়েছে বৃষ্টির খোঁজ,
পশ্চিম আকাশে ফুরিয়ে যাচ্ছে দিন।
উড়ে চলে যাও সুমেরু আকাশে
ধ্রুবতারা রোজ রাতে ফিরে আসে
অভিমান তার একই প্রতিদিন।
হাত নেড়ে যাবে শেষ আলোতে
সূর্য যখন অস্ত যাবে
দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়।
দিনের ক্লান্তি সব ঝেড়ে ফেলে
মুক্ত আকাশে দুটি ডানা মেলে
সব পাখিরা আবার ফেরে বাসায়।
পক্ষীরাজের সে রূপকথার
বেকার বল কি দরকার
আছিতো বেশ কঠিন এই বাস্তবে।
শুধু ফুটপাতে চাঁদ হাসতে থাকুক
নগর জীবন আগলে রাখুক
এসব নিয়েই আমার গল্প হবে।
এক পৃথিবী নাইবা লিখি
দুচোখ মেলে দেখো যদি
পৃথিবীর বুকে আঁকতে পারি তোমায়।
তোমায় নিয়েই গল্প হবে
মেঘ বালিকা, আসবে - তবে?
হঠাৎ লেখা আনকোরা কবিতায়?

© জিপ্`সি
১৫ই নভেম্বর ২০১৯

জয় গোস্বামীর "মেঘ বালিকার জন্য রূপকথা" কবিতা থেকে অনুপ্রাণিত…