বিবর্ণ কবিতা
এখন তুমি কোথায় ?
কোন মরা গাঙের তীরে-
তোমার হাঁস গুলো ফিরে ?
ফিরে ফিরে ধীরে,
তোমার দিন কাটে
কার কুটিরে ?
এখন তুমি কোথায় ?
যখন আমি জেগে আছি
রাত বারোটার পর ,
ঝিরঝির বরষায়-
কবিতা লিখি
একত্রিশ বছরের পর।
যখন দীর্ঘ বয়সে,
আমার...
কোন মরা গাঙের তীরে-
তোমার হাঁস গুলো ফিরে ?
ফিরে ফিরে ধীরে,
তোমার দিন কাটে
কার কুটিরে ?
এখন তুমি কোথায় ?
যখন আমি জেগে আছি
রাত বারোটার পর ,
ঝিরঝির বরষায়-
কবিতা লিখি
একত্রিশ বছরের পর।
যখন দীর্ঘ বয়সে,
আমার...