...

7 views

বিবর্ণ কবিতা
এখন তুমি কোথায় ?
কোন মরা গাঙের তীরে-
তোমার হাঁস গুলো ফিরে ?
ফিরে ফিরে ধীরে,
তোমার দিন কাটে
কার কুটিরে ?

এখন তুমি কোথায় ?
যখন আমি জেগে আছি
রাত বারোটার পর ,
ঝিরঝির বরষায়-
কবিতা লিখি
একত্রিশ বছরের পর।

যখন দীর্ঘ বয়সে,
আমার কবিতারা-
বিবর্ণ হয়ে আসে,
মরিচা পড়ে আসে
কল্পনায়,
এই অসময়ে-
তুমি না জানি কোথায়।।

কোন দিক দিশাহীন প্রান্তে
হাঁটু গেড়ে বসে একান্তে,
ফেলে আসা দিনের
কোন মলিন কাহিনী
টানতে টানতে,
তুমিও কি চাও
আমার খবর কিছু জানতে ?

নাকি সূর্য মুখি!
তুমি হয়ে গেছ সুখি,
আমিই কেবল মিছেমিছি-
জীর্ণ জীবনের স্মৃতি এনে টেনে,
রাত বারোটার পর-
এখনো কবিতা লিখি অকারণে ?
© Akbar husen2