মুখোমুখি
মুখোমুখি
আইয়ুব খাঁন
২২/০৭/২০২৪
ডিভোর্সের পর, কেটে গেছে প্রায় দশ বছর,
হৃদয়ের গভীরে রেখে গেছে সকল দুঃখ, সুখ।
এক বিশেষ দিনে নিয়তির খেলা দেখো,
দেখা হলো আমাদের, দুজনের চোখে চোখ রেখে,
অনুভব করলাম হারানোর স্মৃতিমাখা স্বপ্নের।
তুমি আমি একসময় ছিলাম একটি প্রাণ,
কত স্মৃতি, কত সুখ, সব যেন মিথ্যে মায়া,
এক নিঃসঙ্গ দুঃখের দিন কটাচ্ছি মোরা
তবুও কেউ ছোট নয়, কারো অপেক্ষা বড়ো
আজকের এই মুহূর্তে, সেই স্মৃতির ঝাঁপি,
খুলে দেখলাম আবার, দুজনের...
আইয়ুব খাঁন
২২/০৭/২০২৪
ডিভোর্সের পর, কেটে গেছে প্রায় দশ বছর,
হৃদয়ের গভীরে রেখে গেছে সকল দুঃখ, সুখ।
এক বিশেষ দিনে নিয়তির খেলা দেখো,
দেখা হলো আমাদের, দুজনের চোখে চোখ রেখে,
অনুভব করলাম হারানোর স্মৃতিমাখা স্বপ্নের।
তুমি আমি একসময় ছিলাম একটি প্রাণ,
কত স্মৃতি, কত সুখ, সব যেন মিথ্যে মায়া,
এক নিঃসঙ্গ দুঃখের দিন কটাচ্ছি মোরা
তবুও কেউ ছোট নয়, কারো অপেক্ষা বড়ো
আজকের এই মুহূর্তে, সেই স্মৃতির ঝাঁপি,
খুলে দেখলাম আবার, দুজনের...