...

5 views

বিবর্ণ প্রেম


ও কলিজা দাওনা আমায় একটুখানি জল
তোমার জল না পেলে হয়না হৃদয়টা শীতল।
জানো নাকি পাখি
তোমায় বুকে রাখি
তোমার সাথেই নিত্য চলে আমার মাখামাখি।

থাকতে পারো দূরে সইগো যায় না হাতে ছোঁয়া
কিন্তু জেনে অবাক হবে মাঝখানে নেই ধোঁয়া
আমি তোমায় দ্যাখি
ব্যাপারটা নয় মেকি
ঠিকেই তোমার হাত ছুঁয়ে দেই, ভাবছো ব্যাপার একী!

তোমার জন্যে কলজে পোড়ে বুকে লাগে টান
ঠিকই তোমার ডুবে...