...

2 views

হেদায়েত মালা
জগতে মানব প্রাণী আমি এক
বরাবরই তার মন ভোলা,
আছর হয়'না বাণী আসমানী
হেদায়েতের খালে হাটু পানি
তাই, হাদিসের চাবুক চালা,
আপন গৃহে চাল নাই চুলা
দেখিস অন্যের ছাদ খোলা।

ইথারের হাদিস শোনাও কারে
এই দায়িত্ব কে দিলো তোরে?
এক অক্ষর-ও নিজে লিখিস না
রেডমেট দিয়ে কাম যে হয় না
এইডাও কি বুঝিস না?
কপি পেস্টেই চালিয়ে গেলি
নেকির ঝুলি ভারি করে নিলি,
ওপারে গিয়ে হবে কি তোর
শীতল বেহেশতী আঙিনা?

আরে ব্যাডা, কেটেছে অনেক বেলা
আগে আত্মসমর্পণের উপলব্ধি সব
জমিনের পারে ফেলা,
এরপর সামলামুয়ানে
হাদিস - কোরআনের ঠ্যালা।।
কোরআন পড়ে নিজে কি নিলি?
জীবন চলায় কোন পথে গেলি?
শুনি আগে, সেই কাহিনী পালা।
স্বেচ্ছায় গলে পরে নেবক্ষণ
তোমার বয়ান হেদায়েতি মালা।।
--------------------------------------
হেদায়েত মালা
১৬/০৪/২০২১
মিঞা ভাই..