...

2 views

অপেক্ষা
দৃশ্যপট মন ভোলানো
একলা বিকেলে তুলতুলে রোদমাখা  
নরম নদী,
কবিতার মতো চলেছে , সাগরের দিকে
ঘরে ফরা পাখিদের গুঞ্জনে ভরে
আকাশের বুকে।
 আরো একটা ধুষর সন্ধ্যা নেমে ,
আসবে এখুনি
 এক জ্যোৎস্না নিয়েও আকাশটা
হবে অভিমানী

জানি ভালো আছো হয়তো তুমি

আর আমি ?


 জটিল চিন্তা ,সরল হতে দেয়নি , আমায়
অবিশ্বাসে দগ্ধ ব্যাথা, পোড়া চিহ্ন ছুঁতে
বারবার ফিরে যাই স্মৃতির বারান্দাতে

তবুও সমুদ্রের মতো অপেক্ষায় আমি

যদিও জানি নদী ছলনাময়ী তুমি।
© Manab Mondal